তোমার জায়নামাজকে রঞ্জিত কর প্রেমের শারাবে,
তখন বুঝবে কাকে বলে প্রজ্ঞা, কাকে বলে ধ্যান।
মনের অলিগলি পুথি ও পুস্তকে ঠেসে নিয়ে তুমি হয়ে গেছ
বুদ্ধিবৃত্তির বলদ তাত্বিক স্কেভেঞ্জার;
মনের আকাশ রাখনি একটুও খোলা
যাতে জমতে পারে সজল মেঘের ছায়া,
স্নিগ্ধ জোৎস্না আর সূর্যের মায়া।
সমস্ত হৃদয় ও মনের আকাশ
পুথির অন্ধ অক্ষরের কাফনে ঢেকে ফেলে
হয়ে গেছে প্রাণহীন জিন্দা লাশ,
হৃদয়বৃত্তি ও প্রজ্ঞার সাথে সম্পর্কহীন জিহ্বা
উগরে দিচ্ছে পন্ডিতস্মন্ন্য কথার বিবমিষা,
যা বলছে তা হলকুমের নীচ পর্যন্ত পৌছেনি।