মুর্খতা বা তথাকথিত বিজ্ঞতার
একটি সীমা সরহদ থাকা দরকার।
সে দিন পন্ডিতস্মন্য একজন
অনর্থক লিপ্ত হয়ে বেহুদা বাহাসে
বললেন আমায়
আমার নাকি আছে কিছু গোলমাল
আকিদা বিশ্বাসে।
মুসকিল হয়েছে এসব তরুন তুর্কিদের নিয়ে
একীন-আমলের চেয়ে এরা বেশী ব্যস্তবাগীস
কথার ফুলঝুরিতে।