Thursday, July 22, 2010

Nur-e-Huq -by Hazrat Maulana Jan Sharif Shah (R.A.) নূরে হক -হযরত মওলানা জান শরীফ শাহ (র:)

সেই সে নূরের খেলা জগৎ রৌশন, এক নূর হইতে একই ঘোষণ।
সকলেরই বীজ নূর ভেবে দেখ সার, কাফের মোমেন এতে নহে সুবিচার।
যদি শিষ্য নূরে হক জাগা দিতে পারে, এক দমে শত পাপ চারিপাশে ঝরে।
যাহার কলবে নূর হয়েছে রৌশন, কোরাণ জেকের জান তাহার কারণ।

নামাজের শর্তআদি করিলে আদায়, বেগর মানসে বল নামাজ কোথায়।
নূরে হকে হক আছে হক চিন আগে, এবাদত কর যদি পার শেষ ভাগে।
না চিনিয়া এবাদত করিবে কাহার, ভুতের বন্দেগী হবে, হবেনা খোদার।

‘ফাওয়ায়লুল’ বলে সাঁই কোরাণেতে কয়, বে-নূর মুছুল্লী যাবে নরকে নিশ্চয়।
আমাকে স্মরণ যেই করে নিরন্তর, না জানিলে জিজ্ঞাসিবে তাঁহার গোচর।

এই সে হুজুরী বিদ্যা মিরাস নবীর, কোথায় কাগজে আছে তাহার তাছির।


গুরুজন পৃথিবীতে না রহিলে আর, কি হবে কাগজ তব রহিলে হাজার।
চক্ষু কর্ণ নাসা দরজা সকল, বন্ধ করে একান্তই হুজুরী আমল।


ওস্তাদে শিখায় বিদ্যা নিরখিয়া দেখ, মোর্শেদে কহেন বাপু চক্ষু মুদে থেক।

চির দিন নছিহত অন্যকে করিনু, নিজ নছিহত আমি কভু না শিখিনু।

কহিছি অন্যের পাপ গলা দিয়া টানা, দেখিতে নিজের পাপ হই বুঝি কানা।
নূরে হক যেই জন করিল সাধন, এসব অলিক পথে নাহি যাবে মন।
তেই সে কহিল প্রভূ সার্থক বচন,  ওবতাগু ঢোড় সবে উছিলা আপন।