আল্লাহ রাব্বুল আলামীন মানবরূপী পশুদেরকে মানুষ
বানাবার নিমিত্তে ঐশ্বরীক গ্রন্থ
প্রেরণ করেছেন।
ঐশ্বরীক গ্রন্থের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা
অনুচিত। নিখিল সৃষ্টির শান্তি-শৃংখলার সনদ ঐশ্বরীক গ্রন্থ। আমি তোমাদেরকে সাবধান করছি। ইয়াযিদ সর্বপ্রথম ক্ষমতার লোভে মুসলিম
ইতিহাসকে কলংকিত
করেছে। আমরা বর্তমানে ধ্বংসের দ্বার
প্রান্তে উপনীত। আর আগাইও না, দাজ্জালের প্রিয়ড
চলছে, আল্লাহ তোমাদের সত্য
উপলব্ধি করতঃ
তাঁহার পথে
চলার তৌফিক
দান করুন।
(আল্লামা আদম) বাবা আদম (আঃ) কে আল্লাহ মানবিক
জ্ঞান দান
করে পুর্নাংগ আদম বানিয়েছেন। ... নবী-পয়গম্বর (আঃ)-রা সবাই
বলেছেন, আল্লাহ থেকেই আমরা
শিখেছি যা তোমরা জান
না। নবী রাসুল (আঃ) আল্লহর পক্ষ থেকে
দেওয়া পোষ্ট
পদবী বা উহদা। তাঁরা মানব জাতির শিক্ষাদাতা ও ওস্তাদ
শিক্ষাগুরু।
ধর্ম শিক্ষাই হল জাতীয়
শিক্ষা। অধর্ম কোন শিক্ষনীয় বিষয়
নয়। ধর্মের অবর্তমানের
নামই অধর্ম। আলোর অবর্তমানের নামই
অন্ধকার। বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন, আমি এই পৃথিবীতে একজন শিক্ষক
হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ পৃথিবীতে ধর্মগ্রন্থ নাযিল
করেছেন। নবী রাসুল পয়গাম্বর (আঃ) হলেন মানব
জাতির শিক্ষাগুরু। ঐশ্বরিক গ্রন্থ হল মানব জাতির
শিক্ষা কোর্স
বা পাঠ্যবস্তু। এটাই
বাস্তব সত্য। ...
প্রাণীগণ জন্মগতভাবে বিদ্যাসম্রাট। জন্মগতভাবেই সকল প্রাণী বৈষয়িক
জ্ঞানের অধিকারী – তা না হলে প্রাণীজগতের অস্তিত্বই রক্ষা
পেত না। জন্মগতভাবে
আল্লাহ রাব্বুল আলামীন ৫টি
জ্ঞান ইন্দ্রীয় প্রদান করেছেন। অর্থাৎ আমরা সবাই
আল্লহর কুদরতের হাতে অবস্থান করছি। এটাই জন্মগত বা পাশবিক
জ্ঞান। অতএব আল্লাহ আমার রব। রব-ই আমার
সব।
-
মওলানা আব্দুর
রহমান ফারুকী (৭৮),
শিক্ষা শুদ্ধি
অভিযান,
বাগুচি মাদ্রাসা, মাধাইয়া, চান্দিনা, কুমিল্লা।